ভর্তি


ভর্তি শুরু:

১৫ নভেম্বর থেকে

ক্লাশ শুরু:

৮ জানুয়ারি থেকে

আমাদের বৈশিষ্ট্যসমূহ:

কুরআন সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসরণ।

দক্ষ ও  প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ শিক্ষকমন্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে শিক্ষাদান।

আরবি, বাংলা, ইংরেজী, সাধারণ জ্ঞান, কম্পিউটার,কুরআন শিক্ষা এবং ইসলামী জিন্দেগী যাপনের মাসআলা, হাদীস দোয়াসহ সকল বিষয়ে যত্নসহকারে পড়ানো হয়।

ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয়।

৪ বছর হতে ১০ বছরের শিশুদেরকে হাতে খড়িসহ ভর্তি করা হয়।

সুন্দর ও আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য বিশেষ গুরুত্ব দান।

সর্বোচ্চ উপস্থিতিতে পুরস্কারের ব্যবস্থা।

মাসিক ও বার্ষিক পরীক্ষা ছাড়া সাপ্তাহিক পরীক্ষাসহ মডেল টেস্টের ব্যবস্থা।

বার্ষিক পরীক্ষার ভাল ফলাফল অর্জনকারী ছাত্র/ছাত্রীদেরকে বার্ষিক অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

নার্সারী থেকে বৃত্তি পরীক্ষার সু ব্যাবস্থা

সার্বক্ষণিক সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত ক্লাসরুম ও ডিজিটাল হাজিরার  মাধ্যমে উপস্থিতি নিশ্চিতকরণ

আমাদের বিভাগসমূহ

মক্তব,  নাজেরা ও হেফজ বিভাগ বালক

মহিলা নাজেরা ও হেফজ বিভাগ

নূরাণী বিভাগ

হাতেখড়ি প্রি-প্লে  থেকে  তৃতীয় শ্রেণি পর্যন্ত

আবাসিক / অনাবাসিক 
ডে- কেয়ার

বালক/বালিকা শাখা